ভালুকায় তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে একশ বিশ নবীন হাফেজকে সংবর্ধনা প্রদান
- আপলোড সময়: ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৬৪ বার পড়া হয়েছে
খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে নবীন হাফেজদের সংবর্ধনা ও কওমী মাদরাসা থেকে আল আযহার সহ মধ্য প্রাচ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭এপ্রিল) দুপুরে তাকওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও ওয়ালিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইমাম উলামা মোমেনশাহী এর সভাপতি আল্লামা আব্দুল হক, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শরীফ মুহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, শাইখ সানাউল্লাহ আজহারী, অধ্যাপক সাইফুর রহমান খান, তাকওয়া ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক নাসির উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ভালুকা উপজেলার বিভিন্ন প্রামের ১২০ জন কোরআনের হাফেজদের কে সংবর্ধনা প্রধান, পাগড়ি বিতরন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।