বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঢালীবাড়ী মোড়ের খিলবাড়ী পাড়ায় নুরুল হকের বাড়ীতে আগুন লেগে ৯টি রুম পুড়ে ভস্মীভূত। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায় (২৪ এপ্রিল) সোমবার রাত দেড়টার দিকে অজ্ঞাত কারনে আগুন লেগে ৯টি রুম পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ আল-মামুন জানান আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে এসেছি এবং প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনি বলেন অজ্ঞাত কারনে আগুন লেগেছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। বাড়ীর মালিক নূরুল হক বলেন পূর্ব শত্রুতার জেরেই আমার বাড়ীতে বারবার আগুন দেয়া হচ্ছে। আজ বাড়ীর পশ্চিম পাশের সাথের রুমের জানালা খোলে হয়তো দুর্বত্তরা ওই জানালা দিয়েই ঘরে আগুন দিয়েছে, এর আগেও আমার বাড়ীতে দুইবার আগুন দেয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার দাবি করছি। ভালুকা মডেল থানার এসআই নুর কাশেম ঘটনা স্থল পরিদর্শন করে বলেন খুব দ্রুতই ঘটনার কারন উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে। সোমবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং তদন্ত সাপেক্ষে দুষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস দেন।