খলিলুর রহমান:- ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ এর আওতাধীন শিল্পাঞ্চলে বর্তমানে বিভিন্ন ধরনের ২৬৫ টি ফ্যাক্টরি রয়েছে। শিল্পক্ষেত্রে শ্রমবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি হওয়ায় দিন দিন শিল্প-কারখানার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আসন্ন পবিত্র ঈদূল ফিতর-২০২৩ উপলক্ষে শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মালিক-শ্রমিকদের মধ্যে সু-সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপারসহ বিভিন্ন পদবীর অফিসার নিয়মিতভাবে ফ্যাক্টরি পরিদর্শনসহ ফ্যাক্টরির কর্তৃপক্ষ ও শ্রমিকদের নিয়ে আইন-শৃঙ্খলা সভা, ওপেন হাউজ ডে এবং ফ্যাক্টরিগুলোকে বিভিন্ন বিটে ভাগ করে বিট পুলিশিং এর মাধ্যমে ঈদ পূর্ববর্তী সময়ে বেতন-ভাতা, বোনাস পরিশোধ ও ছুটি সংক্রান্ত বিষয়ে আলোচনা অব্যাহত রেখেছেন। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ইতোমধ্যে বিভিন্ন শিল্প-কারখানার মালিক, মালিক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে একাধিকবার মতবিনিময় সভার আয়োজন করেছেন। ঈদূল ফিতরকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ রোধে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখার কারণে শ্রমিক অসন্তোষ ছাড়াই শতভাগ বেতন-বোনাস পরিশোধ হয়েছে যা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিশ্চিত করছে। যথা সময়ে বেতন-ভাতা, ঈদ বোনাস ও ছুটি পাওয়ায় বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিকেরা হাসি মুখে ঈদ উৎযাপনের জন্য নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। ঈদ উপলক্ষে ছুটি চলাকালীণ সময়ে যাতে শিল্প-কারখানা সমূহে কোন ধরণের চুরি-ডাকাতিসহ অপরাধমূলক ঘটনা সংঘটিত হতে না পারে সেই লক্ষে ফ্যাক্টরিতে স্থাপনকৃত সিসি ক্যামেরা মনিটরিংসহ ফ্যাক্টরি কর্তৃপক্ষের নিজস্ব সিকিউরিটি গার্ডের সাথে সমন্বয় করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ শিল্পাঞ্চল এলাকায় নিয়মিতভাবে পুলিশি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.