সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                ভালুকায় পুলিশের হাতে ভূয়া পুলিশ আটক
 
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ১১:০০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ৪৬৫ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার :- ময়মনসিংহের ভালুকায় পুলিশের এসআই পরিচয়ে নজরুল ইসলাম নামে এক ভূয়া পুলিশকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ভূয়া এই পুলিশ এসআই টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ঝুনকাই এলাকার মৃত রহম আলীর ছেলে।
শুক্রবার বিকালে উপজেলার শান্তিগন্জ বাজারে
পুলিশের এসআই পরিচয় দিয়ে নজরুল ইসলাম আজিজ ব্যাটারী হাউজে গিয়ে থানায় জব্দ কৃত ২০০ ব্যাটারী বিক্রির কথা জানালে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এ সময় তার সাথে থাকা পুলিশের ব্যবহৃত একটি ওয়াকি টকি ও হেনকাপ পাওয়া যায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ভূয়া এই পুলিশ এসআই আন্তজেলা প্রতারক চক্রের মুল হোতা। তার নামে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। আজ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









