ভালুকায় জবরদখলীয় বনভূমি উদ্ধার

- আপলোড সময়: ০৪:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ৪১১ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী মৌজার ৯নং দাগে গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি জবরদখল করে সীমানা প্রাচীর করার সময় (০৭এপ্রিল) বিকালে খবর পেয়ে স্থানীয় বনবিভাগ সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়।
বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানায়, পাড়াগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) জৈনক আব্দুল আজিজ (মাস্টার) হবিরবাড়ী মৌজার ৯নং দাগে গেজেট বিজ্ঞপ্তিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মান করে প্রায় ৫০ শতাংশ বনভূমি জবরদখল করে। পরে খবর পেয়ে স্থানীয় বন বিভাগের হবিরবাড়ী বিট কর্মকর্তা আশ্রাফুল আলম খানের নেতৃত্বে বিটের স্টাফদের নিয়ে সীমানা প্রাচীর বেঙে গুড়িয়ে দেয় এবং জবরদখল হওয়া বন ভূমি উদ্ধার করে। এলাকাবাসী জানান আব্দুল আজিজ মাস্টার বনের জমি জবরদখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে এলাকার জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, স্থানীয় বন বিভাগ দখল হওয়া বনভূমি দখল মুক্ত করেছে।
হবিরবাড়ী বিট কর্মকর্তা আশ্রাফুল আলম খান বলেন, জৈনক আব্দুল আজিজ মাস্টার সরকারি গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি কোটি টাকা মুল্যের প্রায় পঞ্চাশ শতাংশ ভূমি সীমানা প্রাচীর দিয়ে জবরদখল করেছিলো আমরা খবর পেয়ে উক্ত ভূমির প্রাচীর বেঙে গুড়িয়ে দিয়ে বন ভূমি উদ্ধার করেছি। এবং জবরদখল কারির বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন।