ভালুকায় খীরু ও লাউতি নদী খনন কাজের পরির্দশ
- আপলোড সময়: ১০:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৭৪ বার পড়া হয়েছে
খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় ৪ এপ্রিল মঙ্গলবার খীরু ও লাউতি নদীর খনন কাজ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিমউদ্দিন আহমেদ ধনু। এসময় তিনি বলেন, খীরু ও লাউতি নদী খননের মাধ্যমে ভালুকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ হয়েছে। তিনি ঠিকাধারী প্রতিষ্ঠানকে কাজের মান যথাযথ রাখার নির্দেশ দেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ নির্বাহী প্রকৌশলী মোঃ আখলাক জামিল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার, খীরু নদী খনন কাজের ঠিকাদার আরিফুল ইসলাম প্রমুখ।পরে সংসদ সদস্য আলহাজ্ব কাজিমউদ্দিন আহমেদ ধনু বিকেলে নিজ গ্রাম ধামশুর প্রাইমারী স্কুল মাঠে ও সন্ধায় ভালুকা সদরে নিজ বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী গরীব ও অস্বচ্ছল মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও শাড়ি কাপর সহ ঈদ উপহার বিতরণ করেন।