ভালুকায় আবারো বনে আগুণ ও গজারী গাছ কর্তন: আটক ১
- আপলোড সময়: ০৭:১৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ৩২১ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ- ময়মনসিংহের ভালুকায় আবারো রাতের আঁধারে সংরক্ষিত বন থেকে কয়েক শ’ গজারী গাছের কপিস কর্তন ও আগুণ ধরিয়ে আলামত নষ্টের অভিযোগে মামলা দায়ের করেছে বনবিভাগ। এ ঘটনায় মাইন উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত রোববার বিকেলে উপজেলার হবিরবাড়ি মৌজার ৪১৩ নং দাগে সারা বৃদ্ধা আশ্রমের পাশে। ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট অফিসার আশরাফুল আলম খান জানান, হবিরবাড়ি মৌজার ৪৩৮ নং দাগে কয়েক কোটি টাকা মূল্যের সংরক্ষিত বনভূমি দখলের অপচেষ্টায় গত কয়েক দিনে বিপুল পরিমাণ গজারী ও আকাশমনি গাছ কর্তন, পাঁচার, আগুণ ধরিয়ে আলামত বিনষ্ট ও ভূমি জবরদখলের অপচেষ্টার অভিযোগে বন আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে । এরই ধারাবাহিকতায় (১২ মার্চ) রোববার দুপুরে ওই চক্রটি হবিরবাড়ি মৌজার ৪১৩ নং দাগে সারা বৃদ্ধা আশ্রমের পাশে সংরক্ষিত বনে আগুণ ধরিয়ে দেয় । এমন কি ওই সময় ৪/৫ শ’ গজারী গাছের কপিস কেটে নিয়ে যায়। খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার মৃত কালু শেখের ছেলে মাইন উদ্দিন (৫০) কে আটক করলেও ৪/৫ জন দৌড়ে পালিয়ে যায়। পরে আটককৃত মাইন উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় হবিরবাড়ি বিট অফিসার আশরাফুল আলম খান বাদি হয়ে ১৯২৭ সনের বন আইনে আরো একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, এর আগে হবিরবাড়ি মৌজার ৪৩৮ নং দাগে বিপুল পরিমাণ গজারী ও আকাশমনি গাছ কর্তন, পাঁচার, আগুণ ধরিয়ে আলামত বিনষ্ট ও ভূমি জবরদখলের অপচেষ্টার অভিযোগে বিট অফিসার আশরাফুল আলম বাদি হয়ে আব্দুর রশিদ (৫০), মফিজ (৫০), দুলাল (৪০), জাহাঙ্গীর (৩৫), রফিক (৪৫) ও মজিবর (৪৫) নামে ৬ জনের নামে ১৯২৭ সনের বন আইনের চারটি মামলা নং হবির : ৪০, ভালুকা ৫৮; হবির : ৪১ ভালুকা ৫৯; হবির : ৪২, ভালুকা ৬০; হবির : ৪৩, ভালুকা : ৬১) দায়ের করেন।