ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপলোড সময়: ০২:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৫৫ বার পড়া হয়েছে
ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বহুল প্রচারিত দৈনিক আমার সংবাদ’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকাল ৪টায় দৈনিক আমার সংবাদের ভালুকা প্রতিনিধি ভালুকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল বাশার শেখের আয়োজনে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মাধ্যমে দৈনিক আমার সংবাদ’র ১১তম জন্মদিন পালন করা হয়। কেক কাটা আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এর্টনিজেনারেল শাহ আশরাফুল হক জর্জ, ভালুকা পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান কবি ড. সেলিনা রশিদ, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান তরফদার, যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, কার্যকরী পরিষদ সদস্য মোকলেছুর রহমান মনির, রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের আজীবন সদস্য যুগান্তর প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি শাহ মোঃ হাসান, এনটিভি প্রতিনিধি আলমগীর হোসেন, সকালের খবর প্রতিনিধি এম এ সবুর, জনকণ্ঠ প্রতিনিধি কামরুল এহসান চন্দন, এটিএন বাংলার প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদার, রূপান্তর প্রতিনিধি শাহ মোঃ আলী আজগর, খোলা কাগজ প্রতিনিধি মোঃ আল-আমিন, অধিকার প্রতিনিধি মিজানুর রহমান মজনু, আলোকিত সকাল প্রতিনিধি রাজু সরকার, মুক্তখবর প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, গণমুক্তি প্রতিনিধি আবিদ হাসান, শ্রমিকলীগ ভালুকা ইউনিয়ন সাধারণ সম্পাদক সাজ্জাদ আহাম্মেদ রাসেল সরকার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা আমার সংবাদের উত্তোরত্তর সফলতা কামনা করেন।