শ্রীপুরে শতবর্ষী বৃদ্ধর পৈতৃক ভিটেমাটি রক্ষার আকুতি
- আপলোড সময়: ১০:২৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৮ বার পড়া হয়েছে
টি আই সানি,গাজীপুর প্রতিনিধঃ- গাজীপুরের শ্রীপুরে ১১৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ ওমেদ আলীর ভিটেমাটি জবরদখল করে নেয়া পায়তারা করছে এলাকার কিছু দখলবাজ ।
ভাড়াটে সন্ত্রাসী প্রকাশ্যে বৃদ্ধ ওমেদ আলীর ভিটেবাড়িতে প্রকাশ্যে হামলা চালিয়ে ভাংচুর করে আতংক সৃষ্টি করছে সন্ত্রাসী রফিক। পৈতৃক ভিটেমাটি রক্ষার জন্য প্রশাসনের সহযোগীতা চেয়েছেন শতবর্ষী বৃদ্ধ ওমেদ আলী ও তার পরিবার।
সোমবার সকালে উপজেলার মুলাইদ গ্রামে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিটেমাটি ও মিথ্যা অভিযোগ থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
ভুক্তভোগী ওমেদ আলী উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মৃত আসন আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে বৃদ্ধ ওমেদ আলী বলেন, গত কয়েক মাস যাবৎ বাবার রেখে যাওয়া পৈতৃক ভিটামাটি জবরদখলে নিতে স্থানীয় আব্দুল কাদির ভাড়াটিয়া সন্ত্রাসীর মাধ্যমে বাসাবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করছে। তার অত্যাচারে আমি ও আমার পরিবার অতিষ্ঠ। প্রাণহানির শঙ্কায় শঙ্কিত রয়েছি। কাদির নিজে তার লোকজন দিয়ে তার ভাড়া বাড়ী ভাংচুর করে আমাদের নামে অভিযোগ দিয়েছে। বাবার রেখে যাওয়া পৈতৃক ভিটামাটি রক্ষার জন্য আমি প্রশাসনের সহযোগীতা চাই। তিনি আরও জানান ভাড়াটে সন্ত্রাসীর দেশীয় অস্ত্রের মহড়ায় সব সময় আমার পরিবারের লোকজন শঙ্কিত থাকে। এসময় বৃদ্ধ ওমেদ আলীসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলো।