ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় দিনব্যাপী নানা প্রজাতির প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ফেব্রুয়ারি) উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যৌথ আয়োজনে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গনে উপজেলা সহকারি কমিশনার ভূমি উপজেলা নির্বাহী অফিসার (অতি.দা.) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, উথুরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান শারফুল, বিরুনিয়া ইউপি চেয়ারম্যান ছামসুল হোসাইন, মেদুয়ারি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাস্টার প্রমূখ। প্রাণীসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন জাতি প্রজাতির পশু পাখি, সামুদ্রিক মাছ, বিভিন্ন পশু ও পাখির খাদ্য প্রদর্শিত করতে মোট ৪৬টি স্টল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথিগণ স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং খামারিদের সাথে কথা বলেন। প্রাণীসম্পদ প্রদর্শনী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠত হয়।