ময়মনসিংহ ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৩:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৫৩৬ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তিঃ- গত ১৮ ফেব্রুয়ারি শনিবার /২০২৩ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ৮নং পৃষ্ঠায় প্রচারিত “ভালুকায় উঁচুটিলা কেটে মাটি বিক্রি হুমকিতে বসতবাড়ি ও রাস্তা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে পরিবেশন করা হয়েছে। ভালুকা উপজেলার পাড়াগাও মৌজায় উল্লেখিত প্রতিবেদনে বনবিজ্ঞপ্তিত দাগ সমুহের সংবাদটি আদৌ সত্য নয়। মূলত সিএস ৯০৭, ৯২৮, ৯২৯ ও ৯৩০ দাগে পুরাতন পুকুরের মাটি কেটে সংস্কার করা হচ্ছে, যা বনবিজ্ঞপ্তিত ভূমি হতে প্রায় দুইহাজার ফিট দূরে। এবং ভূমি শ্রেনীর পরিবর্তন হচ্ছে না, পুরাতন পুকুর সংস্কার হচ্ছে। ওই প্রতিবেদনে নবী নেওয়াজের স্ত্রী রীনা আক্তারের বক্তব্যটিও সত্য নয়, তাদের চলাচলের জন্য ১৬ফিট রাস্তা দেয়া আছে। আমরা হলফ করে বলতেপারি। আমাদের কে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই একটি স্বার্থানেষী মহল সংবাদ মাধ্যমে ভুল ও অসত্য তথ্য দিয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে সংবাদটি প্রকাশ করিয়েছে, যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তি হীন। সংবাদটিতে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্যই এসব কাল্পনিক মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পক্ষেঃ-
১/ সাহাদত শিকদার, ইউপি সদস্য ৩নং ওয়ার্ড, ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ।
২/ আতিকুল ইসলাম জাকারিয়া, সাধারণ সম্পাদক, উপজেলা কৃষকলীগ।
৩/ মজিবর সরকার ।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপলোড সময়: ০৩:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

বিজ্ঞপ্তিঃ- গত ১৮ ফেব্রুয়ারি শনিবার /২০২৩ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ৮নং পৃষ্ঠায় প্রচারিত “ভালুকায় উঁচুটিলা কেটে মাটি বিক্রি হুমকিতে বসতবাড়ি ও রাস্তা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে পরিবেশন করা হয়েছে। ভালুকা উপজেলার পাড়াগাও মৌজায় উল্লেখিত প্রতিবেদনে বনবিজ্ঞপ্তিত দাগ সমুহের সংবাদটি আদৌ সত্য নয়। মূলত সিএস ৯০৭, ৯২৮, ৯২৯ ও ৯৩০ দাগে পুরাতন পুকুরের মাটি কেটে সংস্কার করা হচ্ছে, যা বনবিজ্ঞপ্তিত ভূমি হতে প্রায় দুইহাজার ফিট দূরে। এবং ভূমি শ্রেনীর পরিবর্তন হচ্ছে না, পুরাতন পুকুর সংস্কার হচ্ছে। ওই প্রতিবেদনে নবী নেওয়াজের স্ত্রী রীনা আক্তারের বক্তব্যটিও সত্য নয়, তাদের চলাচলের জন্য ১৬ফিট রাস্তা দেয়া আছে। আমরা হলফ করে বলতেপারি। আমাদের কে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই একটি স্বার্থানেষী মহল সংবাদ মাধ্যমে ভুল ও অসত্য তথ্য দিয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে সংবাদটি প্রকাশ করিয়েছে, যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তি হীন। সংবাদটিতে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্যই এসব কাল্পনিক মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পক্ষেঃ-
১/ সাহাদত শিকদার, ইউপি সদস্য ৩নং ওয়ার্ড, ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ।
২/ আতিকুল ইসলাম জাকারিয়া, সাধারণ সম্পাদক, উপজেলা কৃষকলীগ।
৩/ মজিবর সরকার ।