একুশ তুমি ! ……. আতিকুল ইসলাম জাকারিয়া

- আপলোড সময়: ০৭:২৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩৫৫ বার পড়া হয়েছে

লেখকঃ-আতিকুল ইসলাম জাকারিয়া
একুশ তুমি
সংগ্রাম মুখর ইতিহাস
মুক্তির মহা-পয়গাম
মিছিলে মিছিলে উত্তাল
ছাত্র-জনতার রণহুংকার
অধিকার আদায়ের লড়াইয়ে
বেজে ওঠা যুদ্ধের দামামা।
একুশ তুমি
পিচঢালা রাজপথে…
সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর
আরও নাম না জানা অগণিত শহীদের
ক্ষরণ হওয়া রক্তের বন্যা।
একুশ তুমি
আত্মত্যাগের অমলিন ইতিহাস
সন্তানহারা মায়ের আর্তচিৎকার
স্বামীহারা স্ত্রীর করুন চাহনি
বোনের আহাজারি ; পিতার বোবা কান্না
হাজারো স্বপ্নের অপমৃত্যু।
একুশ তুমি এসেছিলে বলে
অনেক ত্যাগের বিনিময়ে
আজ আমরা কথা বলি…
মায়ের অমৃত ভাষা – ‘বাংলায়’
একুশ তুমি এসেছিলে বলে
বুক চিতিয়ে লড়াই করার
অদম্য সাহস নিয়ে
শত সংগ্রামের সিঁড়ি বেয়ে
পৃথিবীর মানচিত্রে আজ দেদীপ্যমান
একটি স্বাধীন সার্বভৌম ভূ-খণ্ড
আমাদের প্রিয় মাতৃভূমি ‘বাংলাদেশ’।
লেখকঃ- সাধারণ সম্পাদক,বাংলাদেশ কৃষক লীগ ভালুকা উপজেলা শাখা।