লেখকঃ-আতিকুল ইসলাম জাকারিয়া
একুশ তুমি
সংগ্রাম মুখর ইতিহাস
মুক্তির মহা-পয়গাম
মিছিলে মিছিলে উত্তাল
ছাত্র-জনতার রণহুংকার
অধিকার আদায়ের লড়াইয়ে
বেজে ওঠা যুদ্ধের দামামা।
একুশ তুমি
পিচঢালা রাজপথে...
সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর
আরও নাম না জানা অগণিত শহীদের
ক্ষরণ হওয়া রক্তের বন্যা।
একুশ তুমি
আত্মত্যাগের অমলিন ইতিহাস
সন্তানহারা মায়ের আর্তচিৎকার
স্বামীহারা স্ত্রীর করুন চাহনি
বোনের আহাজারি ; পিতার বোবা কান্না
হাজারো স্বপ্নের অপমৃত্যু।
একুশ তুমি এসেছিলে বলে
অনেক ত্যাগের বিনিময়ে
আজ আমরা কথা বলি...
মায়ের অমৃত ভাষা - 'বাংলায়'
একুশ তুমি এসেছিলে বলে
বুক চিতিয়ে লড়াই করার
অদম্য সাহস নিয়ে
শত সংগ্রামের সিঁড়ি বেয়ে
পৃথিবীর মানচিত্রে আজ দেদীপ্যমান
একটি স্বাধীন সার্বভৌম ভূ-খণ্ড
আমাদের প্রিয় মাতৃভূমি 'বাংলাদেশ'।
লেখকঃ- সাধারণ সম্পাদক,বাংলাদেশ কৃষক লীগ ভালুকা উপজেলা শাখা।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2024 মুক্তকণ্ঠ. All rights reserved.