ত্রিশালে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

- আপলোড সময়: ১১:৫৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৬৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল ময়মনসিংহ থেকেঃ-ময়মনসিংহের ত্রিশালে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বুধবার দুপুরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও তার পরিবারের লোকজন সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে এ বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, “বলতে খুবই কষ্ট হচ্ছে যে, আমারই ভাই-ভাতিজারা সম্পত্তির লোভে পড়ে আমার পরিবারের উপর মামলা-হামলা করে যাচ্ছে।
আমি এবং আমার পরিবারের লোকজন এখন নিরাপত্তাহীনতায় ভূগছি। আমার সহোদর ভাই আজিজুর রহমান ও আতাউর রহমান সম্পত্তির লোভে আমার পৈত্রিক জমি বেদখল করে রেখেছে। গত ১৪ অক্টোবর সকাল ১০ টার দিকে আজিজুর রহমানের ছেলে মোঃ দিদারুল হাসান, ইমাম ছোয়াদ, মেয়ে ঝিমি আক্তার এবং স্ত্রী দিলরুবা বেগম ও আতাউর রহমান এর ছেলে আবিদ ও স্ত্রী শাহনাজ বেগম সবাই মিলে লাঠি, দা, কুড়াল নিয়ে আমার বড় ছেলে আনিসুজ্জামান মাসুদ এবং তার স্ত্রী লাবনী আক্তার এবং আমার স্ত্রী আছিয়া খাতুন এর উপর অতর্কিত হামলা করে। তখন আহত অবস্থায় আনিসুজ্জামান মাসুদকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিও করতে হয়। অথচ সেই দিন উল্টো ত্রিশাল থানায় মিথ্যা অভিযোগ দিয়ে আজিজুর রহমান তোতা পুলিশ নিয়ে আমার বাড়িতে যায়। একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও আমার পরিবারের উপর হামলার পরেও আমি এবং আমার পরিবার আইনের কোন সহযোগিতা পাইনি। তারা প্রকাশ্যে দা লাঠি নিয়ে ঘোড়া ফেরা করে আমাকে এবং আমার সন্তানদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পূর্ণবাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, সাবেক ডেপটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমূখ।