সংবাদ শিরোনাম :
ভালুকায় কাজের সময় কারখানায় মাটি চাপা পড়ে শ্রমিক নিহত
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০১:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৩১ বার পড়া হয়েছে
ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় রোর ফ্যাশন লিমিটেডের সীমানা প্রাচীর নির্মাণ কাজের সময় মাটি চাপা পড়ে জয় আহাম্মদ নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত নির্মাণ শ্রমিক উপজেলা বাশিল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে পৌর সদরের কাঠালী এলাকায়। নিহতের পরিবার জানান, কোম্পানির গাফিলতির কারনে এমন দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া লাশটি উদ্ধার করে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে চাপা পড়া লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
পরে, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ট্যাগস :