খলিলুর রহমান:- মুক্তিযুদ্ধ বিষক মন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেন, বিগত ২৯বছর ক্ষমতায় থাকা বিভিন্ন দল যা করতে পারেনি আওয়ামী লীগ সরকার তার চেয়ে বেশি উন্নয়ন করেছে। বাংলাদেশে যত দৃশ্যমান উন্নয়ন তার প্রায় সবই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ের।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ভালুকায় মেদুয়ারী ইউনিয়নের শহীদ শামছুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকার একযোগে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেন। পরবর্তীর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে আবারো দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ করেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে রোল মডেল, তাঁর নেতৃত্বের প্রতি আস্থা রাখুন। তাঁর বিচক্ষণ নেতৃত্বে বহিঃবিশ্বে বাংলাদেশ এখন প্রশংসা কুড়াচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে এখন খাদ্যের অভাব নেই। জনগণ শান্তিতে বসবাস করছে। মন্ত্রী বলেন, পৃথিবীর অন্য রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের অনেক রাষ্ট্র বাংলাদেশকে অনুকরণ করছে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুর সভাপতিত্বে শহীন শামছুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আক্তার হোসেন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, শেলিনা রশিদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) সুমাইয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড.শওকত আলী। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনুর রশিন প্রমুখ।