ভালুকায় জমি নিয়ে বিরোধ মিথ্যা মামলার অভিযোগ
- আপলোড সময়: ০৬:৪৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৬ বার পড়া হয়েছে
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত, থানায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের মৃত তাহের আলীর ছেলে মোস্তফা ও একই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে নেওয়াজ আলী ও জাহাঙ্গীর আলমের স্ত্রী পারভীন আক্তারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জেরে (১০ফেব্রুয়ারী) শুক্রবার নেওয়াজ আলী ও পারভীন আক্তার গংরা সংঘবদ্ধ ভাবে মোস্তফার পৈত্রিক জমিতে অনধিকার প্রবেশ ও জোর পূর্বক ঘর-বাড়ি নির্মাণ করতে গেলে এতে বাধা দেওয়ায় পারভীন আক্তার ও নেওয়াজ আলী গংরা হামলা চালিয়ে ও মারপিট করে মোস্তফা ও তার বোন মাজেদা আক্তারসহ কয়েকজনকে মারাক্তক আহত করে। মাজেদা এখন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় মোস্তফা বাদী হয়ে, নেওয়াজ আলী ও পারভীন আক্তারসহ ১১ জনকে আসামী করে ঘটনার দিনই (১০ফেব্রুয়ারী) শুক্রবার ভালুকা মডেল থানায় একটি মামলা দয়ের করেন, মামলা নং-১৩,/২৩। ইউপি সদস্য ইউসুফ আলী জানান, উল্লেখিত ঘটনাকে ধামাচাপা দিতে তাকে(ইউসুফ আলী) সহ ১২জনকে আসামী করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে ফরিদ মিয়ার স্ত্রী তানিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি পাল্টা মামলা দায়ের করেন। মামলা নং ১৫,তাং১৩-২-২০২৩।