ভালুকায় চুরি হওয়া গরু মাটির গর্ত থেকে উদ্ধার
- আপলোড সময়: ০১:৫৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা থেকে চুরি হওয়া ১৪ লক্ষ টাকা মূল্যের তিনটি গরু গাজীপুরের জয়দেবপুর থানার ধীরাশ্রম গ্রামের সয়দ আলীর বাড়ীর ভেতরে তৈরী মাটির একটি গর্ত থেকে উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, গত ৩১ ডিসেম্বর রাতে ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের জুবাইয়ের আহম্মেদের ৭টি গরু চুরি হয়, যার বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ টাকা। ঘটনায় জুবায়ের ভালুকা মডেল থানায় অভিযোগ করলে, জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেলের দিক নির্দেশনায় চুরি হওয়া গরু উদ্ধারে মাঠে নামে পুলিশ। দীর্ঘ অনুসন্ধানের পর (১৩ ফেব্রুয়ারী) সোমবার রাতে অভিযান চালিয়ে গাজীপুরের ধীরাশ্রম গ্রামের সৈয়দ আলীর বাড়ী থেকে গরু উদ্ধার ও চুরির অভিযোগে ওই এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে সয়দ আলীকে আটক করা হয়। আটক কৃত সয়দ আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ওসি জানান, এই অভিযানে সরাসরি মাঠে কাজ করেন, এস আই আবুল কালাম আজাদ, এস আই আল রাজি ও এস আই নুর কাশেম।