মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন

ভালুকায় রাতের আঁধারে চার কবরের কঙ্কাল চুরি

  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ১.০৫ পিএম
  • ৭৩ বার পাঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় রাতের আধাঁরে মা ও দুই ছেলেসহ চারটি কবর খুঁড়ে কঙ্কাল গুলো চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার মেদুয়ারী গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, (১২ফেব্রুয়ারী) রোববার সকালে পথচারীরা দেখতে পান উপজেলার মেদুয়ারী ইউনিয়নের মেদুয়ারী গ্রামের আরফান আলী ও গিয়ার উদ্দিনের পারিবারিক কবরস্থান থেকে চারটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। আরফান আলী জানান, প্রায় ৯ বছর আগে তার মা মানিকজান মারা যান। তাছাড়া তার ভাই আলাল উদ্দিন ৬ বছর আগে ও আব্দুল ওয়াহাব এক বছর দুই মাস আগে মারা যান। ও প্রতিবেশি গিয়াস উদ্দিন ওরফে গেনু শেখ গত ৬ মাস আগে মারা গেছেন। সংঘবদ্ধ চুরেরা রাতের আঁধারে চারটি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs