ষ্টাফ রিপোর্টঃ- ময়মনসিংহের ভালুকায় হুমায়ূন কবির (৪০) নামে এক উপপরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে ভালুকা মডেল থানার দ্বিতীয় তলার একটি ব্যারাকে সিলিং ফ্যানের সাথে রঁশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত এসআই হুমায়ন কবীর টাঙ্গাইল জেলার মধুপুর থানার মালাউরি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। খবর পেয়ে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতালানা, পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, ডিবির ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে ভালুকা মডেল থানার দ্বিতীয় তলার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচিয়ে আত্মহত্যা করেন। পরে থানা পুলিশের অন্য সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, হুমায়ূন কবির ২০০০ সনে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। এরপর পদন্নতি পেয়ে উপসহকারি পুলিশ পরিদর্শক (এএসআই) পদে যোগ দিয়ে ভালুকা মডেল থানায় চাকরি করেন। কিছু দিন চাকরির পর অন্যত্র বদলী হন তিনি। পরবর্তিতে আবার উপপরিদর্শক (এসআই) পদে পদন্নতি পেয়ে গত ছয় মাস আগে ভালুকা মডেল থানায় যোগদান করেন। ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতালানা জানান, নিহত এসআই হুমায়ূম কবির বেশ কিছুদিণ ধরে শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.