ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ১১ নং রাজৈ ইউনিয়নের মংলা-দারই বিলের উন্মুক্ত জলাশয়ে মাছ চাষ ও কৃষি জমি রক্ষার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী জানায়, ওই বিলে স্থানীয় এস.এম এগ্রো এন্ড ফিসারিজের জোর পুর্বক মাছ চাষের পায়তারা করায় এ মানববন্ধন করেছে তারা।
মঙ্গলবার সকালে উপজেলার রাজৈ ইউনিয়ন পরিষদের সামনে গ্রামবাসীর উদ্যোগে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, ইউপি সদস্য জামাল উদ্দিন, সাজেদা খাতুন সহ স্থানীয়রা। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে স্মারক লিপি প্রদান করেন তারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা জানান, বিলটিতে প্রায় ৬৫ একর জলাশয় রয়েছে যা সবটাই সরকারি সম্পদ, কৃষকরা বিভিন্ন মৌসুমে বিলের পানি ব্যবহার করে ফসল উৎপাদন সহ নানা কাজে বিলটিকে ব্যবহার করে আসছে। হঠাৎ করে যদি বিলটি বে-দেখল হয়ে যায় তবে সবাই বিপাকে পড়বে।
মানববন্দনে স্থানীয়দের দাবী, বিল থেকে তারা বহু বছর ধরে মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছে। কয়েকদিন যাবত এস.এম এগ্রো এন্ড ফিসারিজের একটি কুচক্রী মহল বিলটি জোর পূর্বক দখলের পায়তারা করায় এলাকাবাসীর ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।