মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন

অমর একুশে বইমেলা ২০২৩ কবি ও ঔপন্যাসিক এরশাদ আহমেদের রচিত কবিতার বই “বসন্ত বরাঙ্গনা”

  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৪৮ এএম
  • ১৩২ বার পাঠিত

এবার অমর একুশে বইমেলা ২০২৩ সালে কবি ও ঔপন্যাসিক এরশাদ আহমেদ কাব্যপ্রেমী পাঠক-পাঠিকাদের জন্য নিয়ে এলেন তার রচিত কবিতার বই “বসন্ত বরাঙ্গনা”। এই অসাধারণ সৃষ্টি সম্বলিত বইটি পাঠক মহলে সত্যি প্রশংসার দাবি রাখে। সহজ সরল শব্দশৈলী দিয়ে অপূর্ব উপস্থাপনে গ্রন্থটি কবির অপূর্ব সৃষ্টি। বর্তমান সময়ের এই আলোচিত উদীয়মান কবি ও কথাশিল্পীর গ্রন্থটিতে প্রতিটি কবিতাই অসাধারণ।আমি সেই উক্ত কবিতাগুলোর কাব্য-পটে বিচরণ করেছি মুগ্ধতার সাথে। আশা করি পাঠক সমাজ আপনারাও প্রতিটি কবিতা পঠনে তৃপ্তি লাভ করবেন, তা আমার বিশ্বাস। বর্তমানে গ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩ এ সোহরাওয়ার্দী উদ্যানে নব সাহিত্য প্রকাশনীর ৩০-৩১ নম্বর স্টলে। পরিশেষে আশা করি সুধী পাঠক সমাজ বইটির যথাযথ মূল্যায়ন করবেন এবং বইটি তার প্রকৃত সুনাম কুড়িয়ে আনতে সক্ষম হবে। কবি জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs