ময়মনসিংহ ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে গেলেন হিরো আলম

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৬:৫২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৫৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ- মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেনকে পরাজিত করেছেন মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে গেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
বুধবার রাতে ভোট গণনা শেষে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ১১২টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ৭৮ হাজার ৫২৪ ভোট। এর মধ্যে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ১৪-দলীয় জোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল হোসেন (একতারা) পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. মোশফিকুর রহমান (ট্রাক) ১০ হাজার ৭৯১ এবং কামরুল হাসান সিদ্দিকী (কুড়াল) ১০ হাজার ৪৪২ ভোট পেয়েছেন।
এর আগে কাহালু উপজেলার ৬৩টি কেন্দ্রে এগিয়ে ছিলেন হিরো আলম। ওই ৬৩টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র হিরো আলম পেয়েছেন ১১ হাজার ৫৬৪ ভোট। আর মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন পান ৯ হাজার ৪০ ভোট।বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বগুড়া-৪ আসনে ভোট পড়ার হার ২৩ দশমিক ৯২।

এর আগে দুপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, ‘সদরের (বগুড়া-৬) কেন্দ্র সব দখল হয়্যা গ্যাচে। ডিসি-এসপিক কয়্যাও কোনো কাম হচ্চে না। সদরের আশা সব শ্যাষ।’ তবে বগুড়া-৪ আসনে ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে জানিয়ে হিরো আলম বলেছিলেন, ‘কাহালু-নন্দীগামের অনেক কেন্দ্র ঘুরে ঘুরে দেকচি। ভোট খুব সুষ্ঠু হচ্চে। মাঠের অবস্থা খুবই ভালো। কাহালু-নন্দীগ্রামের নিশ্চিত এমপি হচ্চি।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

বগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে গেলেন হিরো আলম

আপলোড সময়: ০৬:৫২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩

ষ্টাফ রিপোর্টারঃ- মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেনকে পরাজিত করেছেন মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে গেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
বুধবার রাতে ভোট গণনা শেষে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ১১২টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ৭৮ হাজার ৫২৪ ভোট। এর মধ্যে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ১৪-দলীয় জোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল হোসেন (একতারা) পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. মোশফিকুর রহমান (ট্রাক) ১০ হাজার ৭৯১ এবং কামরুল হাসান সিদ্দিকী (কুড়াল) ১০ হাজার ৪৪২ ভোট পেয়েছেন।
এর আগে কাহালু উপজেলার ৬৩টি কেন্দ্রে এগিয়ে ছিলেন হিরো আলম। ওই ৬৩টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র হিরো আলম পেয়েছেন ১১ হাজার ৫৬৪ ভোট। আর মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন পান ৯ হাজার ৪০ ভোট।বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বগুড়া-৪ আসনে ভোট পড়ার হার ২৩ দশমিক ৯২।

এর আগে দুপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, ‘সদরের (বগুড়া-৬) কেন্দ্র সব দখল হয়্যা গ্যাচে। ডিসি-এসপিক কয়্যাও কোনো কাম হচ্চে না। সদরের আশা সব শ্যাষ।’ তবে বগুড়া-৪ আসনে ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে জানিয়ে হিরো আলম বলেছিলেন, ‘কাহালু-নন্দীগামের অনেক কেন্দ্র ঘুরে ঘুরে দেকচি। ভোট খুব সুষ্ঠু হচ্চে। মাঠের অবস্থা খুবই ভালো। কাহালু-নন্দীগ্রামের নিশ্চিত এমপি হচ্চি।