হারানো দিন: কবিঃ- মোঃ সুদীপ্ত মুকুল
- আপলোড সময়: ০৩:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ৩৬১ বার পড়া হয়েছে
মোঃ সুদীপ্ত মুকুল’র কবিতা
অনেক দিন গত হয়েছে ডুব দেইনা পুকুর জলে,
বৃষ্টি জলে ভেজা হয় না বজ্রপাত ওই আকাশ তলে।।
মাগন মাগা হয় না আর চৈত্রদিনে খরার মাসে,
গোয়াল ভরা বলদ আছে, কাজে লাগে না লাঙল চাষে।।
গরু চড়াতে রাখাল নেই,পতিত জমি কমে গেছে,
নায়ের দাঁড় টানতে বুঝি কেউ নামে না কোমড় কেছে।।
রাত্রি জেগে বিল পাথরে যাইনা আর ধরতে মাছ,
হারিয়ে গেছে নদীর মাঝে ভীষণ বড় হিজল গাছ ।।
নতুন বউ পালকি চড়ে যায় না তার শ্বশুরবাড়ি
বরযাত্রায় বর কনেরা সাজায় চার চাকা গাড়ি ।।
কোমড়ে বিছা, নাকে নোলক, মল পরে না পল্লী বধু,
মৌমাছিরা খাঁচায় থাকে, গাছে পাওয়া যায় না মধু।।
বাড়ির পাশে ছোট বন, সেই যে কবে উজাড় হলো,
চোখে পড়ে না জংলা ফল, কোথায় খুঁজে পাবো বল।।
কচি পাতায় নীল ভ্রমরা এখন শুধু শুনি গল্প,
দলবেঁধে ওই ঝাপোই খেলা, গ্রামগঞ্জে খুব অল্প।।
উড়াল পাখির ছোট ছানা,ঘরে খাঁচায় পোষে কজন,
সব হয়েছে মমতা হীন, যারা ছিল নিকট সজন।।
লুপ্তপ্রায় গোল্লাছুট,মার্বেল,ডাংগুলি খেলা
অশ্লীলতায় ভরে গেছে ঐতিহ্যের গ্রামীণ মেলা।।
ধনী সমাজ বিত্তবান, ব্যাথির ব্যাথা কেউ না বুঝে,
সাজুর মন বুঝার মত রুপাই মিয়া পাই না খুঁজে।।
ভাটির গাঙে উচ্চস্বরে গান শুনি না নায়ে মাঝির,
পাঁচ পীরের মাজারে আর শিন্নি নাই কালু গাজীর।।
হারিয়ে গেল কোথায় সব কালের এই বিবর্তনে,
হারানো দিন ফিরে পাবো না, ভাবছি বসে বিরষ মনে।।