সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                ভালুকায় কারখানা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
 
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ০৫:০০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ৪১৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় মুছলিমা আক্তার নামে এক কারখানা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার বিকেলে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় একটি বসত ঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বজনরা। পরে ভালুকা মডেল থানার উপপরিদর্শক বিকাশ চন্দ্র ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা জানায়, প্রেমের সম্পর্কে তিন বছর আগে ত্রিশাল উপজেলার শরীফের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শরীফ স্ত্রীকে নানা ভাবে নির্যাতন করতো। স্বজনদের দাবী মুছলিমার স্বামীই তাকে হত্যা করতে পারে। এ ঘটনায় নিহত মুছলিমার স্বামী শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









