সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                হাতিয়ায় ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ
 
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ০৭:১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ৩৫৯ বার পড়া হয়েছে

জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
বুধবার দুপুর ১ টায়  হাতিয়ার  আফাজিয়া বাজার  থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটককৃত মাদক কারবারি  শাহিন (২৩) চরইশ্বর ইউনিয়নের  তালুকদার  গ্রামের আব্দুল কাইয়ুমের  ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান  , গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানা পুলিশ  অভিযান চালিয়ে আফাজিয়া   বাজার  থেকে শাহিন  কে আটক করে । এসময় তার নিকট থেকে ১২০  পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









