হাতিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপলোড সময়: ১০:২৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ১৯৯ বার পড়া হয়েছে
জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ-নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে, বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান পালিত হয়। হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদ উদ্দিনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান কেফায়েত উল্যাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌরমেয়র কে,এম,ওবায়েদ উল্যাহ বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউনুস আল মামুন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন স্বপন, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেশকাত হোসেন রবিন, পৌরসভা ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক বাপ্পি, পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু। এর আগে সকাল ৭টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, সকাল ৭.৩০ মিনিটে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বিকেল ২.৩০ মিনিটে কেক কাটার মাধ্যমে আনন্দ উদযাপন, বিকাল ২.৪৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্হলে এসে শেষ হয়। পরে বিকাল ৩ টায় উপজেলা পরিষদ বিজয় মঞ্চে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের উন্নয়নের দিক গুলো তুলে ধরেন এবং হাতিয়া উপজেলা ছাত্রলীগকে আরও শক্তিশালী করার জন্য পরামর্শ দেন নেতাকর্মীগণ।