ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় ৭৬ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। আলহাজ্ব এম এ ওয়াহেদ কল্যাণ ট্রাস্টের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব এম.এ ওয়াহেদ ফাউন্ডেশনের নিয়মিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে ডাকাতিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরিক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৭৬ জন কৃতি শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আশরাফ উদ্দিন আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি প্রদান করেন বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এম.এ ওয়াহেদ।
অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী, চ্যানেল২৪ এর সিনিয়র রিপোর্টার জুনায়েদ শাহরিয়ার খান, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হযরত আলী, ডাকাতিয়া শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল ইসলাম, আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুজ্জামান লষ্কর, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নূরে আলম সিদ্দিকী জিকু, ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবুল, আতাউর রহমান কামাল প্রমুখ।