টি.আই সানি,গাজীপুর প্রতিনিধিঃ- গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার উপ-শহড় টাউন সেন্টার মার্কেটের চার তলা ভবনের অরক্ষিত লিফটের গর্তে পরে এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায় উপ-শহর টাউন সেন্টার মার্কেটটি উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল বাতেন সরকারের। বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে এঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বড় কাশর গ্রামের মোঃ সাহাদাৎ হোসেনের ছেলে রাকিব হাসান (২২) নিহত রাকিব শ্রীপুর উপজেলার আব্দুল আউয়াল বিশ্ব বিদ্যালয় কলেজের ছাত্র। পরিবার সুত্রে জানা যায় বুধবার সন্ধায় কিছু কেনা কাটা করার জন্য জৈনা বাজার উপ-শহর টাউন সেন্টার মার্কেটে গেলে তার ফোনে কল আসে, ফোনে কথা বলতে বলতে মার্কের চার তলার উপরে উঠে গেলে অন্ধকার থাকায় এবং লিফটের গর্তটা অরক্ষিত থাকায় হঠাৎ করে লিফটের গর্তে পরে যায় রাকিব, টের পেয়ে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এবিষয়ে একাধিক বার মার্কেট মালিক ও চেয়ারম্যান আঃ বাতেন সরকারের ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় উনার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.