জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে হাতিয়া উপজেলার পৌরসভা ৬ নং ওয়ার্ড়ের যুক্ত পাঁচ বিঘা আবদুস শহীদ জামে মসজিদ মাঠে এ কম্বল বিতরণ করা হয়েছে। উদয়ন সংগঠনের ইসমাইল হোসাইন তাফছির এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাদ্দেস মাওলানা আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা আব্দুল কাইয়ুম, প্রধান শিক্ষক নুর জাহান হেনা ও মাওলানা ইব্রাহিম। পরে ওই এলাকার অসহায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতে কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় মানুষ গুলো।