ভালুকায় বিএমএসএফের কমিটি অনুমোদন পুনরায় সভাপতি আনসারী,সম্পাদক সবুজ
![](https://muktokantha.com.bd/wp-content/uploads/2020/08/muktokantha.png)
- আপলোড সময়: ০৭:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- / ২২৩ বার পড়া হয়েছে
![](https://muktokantha.com.bd/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ষ্টাফ রিপোর্টার:- সাংবাদিকের ১৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ময়মনসিংহের ভালুকা উপজেলা কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর । ২৭ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সভাপতি মনোনীত করা হয়েছে সফিউল্লাহ আনসারী (যায়যায়দিন) ও সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম সবুজ (মানবকন্ঠ)। (২৪ ডিসেম্বর) শনিবার বিএমএসএফ’র ভালুকা উপজেলা শাখার কমিটি অনুমোদন হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আবুল বাশার শেখ (আমার সংবাদ), সহ-সভাপতি মো. হুমায়ুন কবির (মুক্ত খবর), যুগ্ম সম্পাদক মো. আল-আমিন (খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক- খোরশেদ আলম জীবন (বাংলা টিভি), সাহিদুজ্জামান সবুজ (গ্লোবাল টিভি/ভোরের দর্পন) আইন বিষয়ক সম্পাদক নজিবুল হোসাইন নেভী (এশিয়ান টিভি), অর্থবিষয়ক সম্পাদক মো: রাজু আহম্মেদ (আলোকিত সকাল), দপ্তর সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন (ভোরের পাতা), মহিলা বিষয়ক সম্পাদক মর্জিনা আক্তার মনি (মাই টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মমিনুল ইসলাম ( ময়মনসিংহ প্রতিদিন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবীব জিহাদী (দৈনিক চৌকস)। কার্যকরী সদস্যরা হলেন,খলিলুর রহমান ( সম্পাদক সাপ্তাহিক আলোর ছোঁয়া), আলী আকবর সাজু( আজকের পত্রিকা), মাহমুদুল হাসান ফোরাত ( প্রথম আলো), আবু সাঈদ জুয়েল (আমাদের নতুন সময়), জসিম আহম্মেদ (ফাল্গুনী টিভি ), আরিফুল ইসলাম পলাশ (ভোরের কাগজ), মোঃ কামরুল ইসলাম (এশিয়ান টিভি), আশিকুর রহমান শ্রাবণ( কর্ণফুলী টিভি, ইতি শিকদার (দৈনিক আজকের জীবন), মোহাম্মদ জালাল উদ্দিন (শতাব্দীর কণ্ঠ) , মোঃ রফিকুল ইসলাম (দৈনিক ঢাকা প্রতিদিন), ইসমাইল হোসেন (দৈনিক সূর্যোদয়) খোরশেদ আলম (দৈনিক বাংলাদেশ সমাচার)। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর আগামি এক বছরের জন্য পুনরায় এ কমিটি অনুমোদন দেন।সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহবান জানান।