মকিমাবাদ আব্দুল কাদের জিলানী রাঃ দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত
- আপলোড সময়: ১২:৪৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- / ৩৪৯ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে অবস্থিত মকিমাবাদ আব্দুল কাদের জিলানী রাঃদাখিল মাদ্রাসায় সভাপতি পদে নির্বাচিত হলেন বৈলর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সুরুজ। জানাগেছে,উপ রেজিষ্ট্রার (প্রশাসন) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ২২ ডিসেম্বর সাক্ষরিত বিঞ্জপ্তিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে মকিমাবাদ আব্দুল কাদের জিলানী রাঃদাখিল মাদরাসার এডহক কমিটিতে মোঃ সিরাজুল ইসলাম সুরুজকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগেও তিনি ঐ মাদ্রাসায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।চিঠিতে বলা হয়, মকিমাবাদ আব্দুল কাদের জিলানী রাঃদাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুল খালেক কর্তৃক স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে মোঃ সিরাজুল ইসলাম সুরুজকে সভাপতি ও সুপার মোঃ আব্দুল খালেক কে সদস্য সচিব ও মো.নজরুল ইসলাম কে বিদ্যোৎসাহী প্রতিনিধি , সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ হাতেম আলী কে অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বর্ষীয়ান আলেম, ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি মহোদয় প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।