ত্রিশাল থেকে মোহাম্মদ সেলিমঃ-ময়মনসিংহের ত্রিশালে গতকাল বুধবার দুপুরে মালিকানাধীন একটি গ্যাস পাম্পের নির্মান কাজ করার মুহূর্তে ছাদ ঢালাই ভেঙে নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম। তিনি স্থানীয় মৃত আছির উদ্দিন মন্ডল এর ছেলে। সে দীর্ঘদিন যাবত বিল্ডিং শ্রমিক হিসাবে কাজ করে আসছিল।
জানাগেছে ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড ও বগার বাজার চৌরাস্তার মাঝখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অপরিকল্পিত ভাবে পিলার জমাটবাঁধার আগেই তাড়াহুড়া করে পাম্পের ভবনের জন্য শ্রমিক দিয়ে কাজ করান স্থানীয় প্রভাবশালী খাদিমুল মন্ডল। পিলার জমাট বাঁধার আগেই তাড়াহুড়ার কারণে ঘটে যায় এই দুর্ঘটনা। স্থানীয়রা জানান, গতকাল সকালে উক্ত গ্যাস পাম্পের ছাদ ঢালাই কাজ করছিল ২০ থেকে ৩০ জন শ্রমিক। হঠাৎ করে একটি পিলার হেলে নির্মাণাধীন ছাদ ভেঙ্গে পড়ে যায়। এসময় তিনজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে আশরাফুল ইসলামের অবস্থা আশঙ্কজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওখানে তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার সকালে নিহত শ্রমিক আশরাফুলের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।