ভালুকায় সৎ পিতার ধর্ষণে ৮ মাসের অন্তঃস্বত্তার অভিযোগে সৎ পিতাকে গ্রেফতার করেছে র্যাব
- আপলোড সময়: ০২:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ২৭৫ বার পড়া হয়েছে
ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়েরের পর সৎ পিতাকে ধর্ষক মামলার আসামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১৪। জানাযায়, (৩মার্চ ২২ইং) অনুমান রাত ১১ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও গ্রামে সৎ পিতার গ্রামের বাড়িতে বসবাস কালে ১৪ বছরের শিশু সাদিয়া সৎ পিতার দ্বারা ধর্ষিত হয়। ধর্ষণের ফলে ভিকটিমের শারীরিক অবস্থার পরিবর্তন ঘটলে তার মা তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করার পরে জানতে পারে শিশু সাদিয়া (১৪) বর্তমানে অনুমান ৮ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিলো। এর পরিপ্রেক্ষিতে, ধর্ষণকারী মোঃ সিরাজ উদ্দিন (৪৫) এর বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে গত ৬ ডিসেম্বর/২২ রাত ৯টার দিকে ভালুকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন/ ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে।অভিযুক্ত সৎ পিতাকে জিজ্ঞাসাবাদে জানাযায়, আসামী ভিকটিমের মা আকলিমাকে অনুমান ৭বছর পূর্বে শিশুটি সহ বিবাহ করে। বিবাহের পর হতে ভিকটিম আসামীর বাড়ীতে তার মায়ের সাথে বসবাস করে আসছে। ভিকটিমের মা আকলিমা ফ্যাক্টরীতে ডিউটিতে থাকার সুযোগে আসামী শিশুটিকে বিভিন্ন তারিখ ও সময়ে জোর পূর্বক ধর্ষণ করে। এরপর শিশুটির মা আকলিমা ধর্ষণের বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানায় এবং ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করে।এরই ধারাবাহিকতায়, আলোচিত এ ঘটনার প্রেক্ষিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৭ ডিসেম্বর রাত অনুমান ১২টার দিকে উপজেলার সিড্ স্টোর এলাকা থেকে উক্ত মামলার ১নং আসামী উপজেলার পাঁচগাঁও মোঃ কালু মিয়ার ছেলে মোঃ সিরাজ উদ্দিন (৪৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়াও এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর কোন ঘটনার মাধ্যমে কোন নারী/শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার না হয় তার জন্য র্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব-১৪ ।গ্রেফতারকৃত আসামী কে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় শিশুটির মা আকলিমা বিচার এবং শাস্তি দাবি করেছেন।