ভালুকায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
- আপলোড সময়: ০৮:৫৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ২০৬ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ- মাদক কে না বলি এ স্লোগান কে সামনে রেখে, ময়মনসিংহের ভালুকায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (০৭ ডিসেম্বর) বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মাদক দ্রব্য অধিদপ্তরের উপপরিচালক খোরশিদ আলম, মডেল থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম,ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল সহ সুধীসমাজ সরকারি কর্মকর্তা , বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।