সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                ভালুকায় ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
 
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ১০:৪০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ৩৫০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় আমিনুল ইসলাম নামের এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হবিরবাড়ীর ইউনিয়ন স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় অটোরিক্সায় কোনো যাত্রী ছিল না। স্থানীয়রা জানায়, ভালুকাগামী অটোরিক্সাটিকে পিছন থেকে অজ্ঞাত একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোচালক মারা যান। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে। নিহত আমিনুল উপজেলার ভরাডোবা ডিমাইলপাড়া এলাকায় ভাড়া থাকে রিক্সা চালাতো। সে কুড়িগ্রামের রাজারহাট এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম জানান, নিহত আমিনুল ইসলামের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে, আইনি কার্যক্রম পক্রিয়াধীন।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









