বিজ্ঞপ্তিঃ- গত ০২ ডিসেম্বর : ২০২২ খ্রি: তারিখে দিগন্ত বার্তা ডটকম নামে একটি নিউজ পোর্টালে প্রচারিত “ভালুকায় লাকড়ি বুজাই গাড়ী থেকে বনবিভাগের অনৈতিক সুবিধা আদায়” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে পরিবেশন করা হয়েছে। ওই দিন অর্থাৎ (০২ ডিসেম্বর) আমি ফাড়ি ইনচার্জ কুদরত ই খোদা ফরেষ্টার, এফজি মোস্তাফিজ ও গিয়াস উদ্দিন ভালুকা বনজদ্রব্য পরিক্ষন ফাড়িতে ডিউটিরত ছিলাম। ওই তারিখের অনলাইন পত্রিকার প্রকাশিত সংবাদটি সম্পুর্ন মিথ্যা। উক্ত মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা ও ভিত্তি হীন ওই সংবাদটি বনবিভাগকে হেয় প্রতিপন্ন করার জন্যই প্রকাশ করা হয়েছে বলে আমার ধারনা। আমি এসব কাল্পনিক মিথ্যা ও বানোয়াট তথ্যে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক মহলকে বিনীত ভাবে অনুরুধ জানাচ্ছি।
অনুরোধ ক্রমেঃ-
কুদরত-ই খোদা, ফরেষ্টার
ইনচার্জ
ভালুকা বনজদ্রব্য পরিক্ষন ফাড়ি (চেকপোস্ট)
হবিরবাড়ী, ভালুকা রেঞ্জ, ময়মনসিংহ বনবিভাগ।