হাতিয়ায় মাদক প্রতিরোধ সৃষ্টিতে কর্মশালা অনুষ্ঠিত
- আপলোড সময়: ০৪:২০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- / ২২৩ বার পড়া হয়েছে
জিএম ইব্রাহীম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ- নোয়াখালীর হাতিয়ার যুব সমাজ সচেতন হলেই মাদক মুক্ত হাতিয়া গড়েতোলা সম্ভব। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মাদক প্রতিরোধ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল দশটার সময় দিনব্যাপী উপজেলা পরিষদ হল রুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মোঃ গোলাম সরোয়ার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলার সহকারী পরিচালক আবদুল হামিদ। এসময় বক্তব্য রাখেন বুড়ির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আজাদ প্রমূখ। অনুষ্ঠানে পর পর দু’টি অধিবেশন পরিচালনা করা হয়। প্রথম অধিবেশনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আলোচনা। দ্বিতীয় অধিবেশনে মাদকদ্রব্য প্রতিরোধ গড়ে তোলার জন্য উপস্থিত সকলের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলনের উপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায়, পাড়া মহল্লায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী প্রতিরোধ গড়ে তোলার জন্য রয়েছে থানায় বিট পুলিশিং কার্যক্রম সহ নানা কর্মসূচি।