ভালুকা আ’লীগের সাধারণ সম্পাদক হিসেবে আরিফকেই চায় তৃণমূল
- আপলোড সময়: ০৪:৩১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- / ৫৬৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক এ.বি.এম আফরোজ খান আরিফকেই চায় তৃণমূল আওয়ামীলীগ। তৃণমুল আওয়ামীলীগের নেতা-কর্মীদের দাবী, কোন হাইব্রিড ও হঠাৎ টাকার জোরে রাজনীতিতে পদ-পদবী নিয়ে আশা ধনকুবের নেতৃত্ব তারা চায়না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী আরিফ খানকেই চান তারা। বিএনপির পৃষ্ঠপোষক দিনে আওয়ামীলীগ আর রাতে বিএনপির এটো থালার বিড়াল! এমন কোন বিতর্কিত নেতৃত্ব চায়না তৃণমুলের নেতা-কর্মীরা। তৃণমুল নেতা-কর্মীদের দাবী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচন করার পূর্বে বিগত সংসদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন গুলিতে কোন নেতার কি ভূমিকা ছিলো তা অনুসন্ধান ও মূল্যায়ন করা হোক। তৃণমূলের নেতা-কর্মীরা মনে করেন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, আওয়ামীলীগের দুঃসময়ের ত্যাগী ও পরিক্ষিত এ.বি.এম আফরোজ খানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ আরো বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। ভালুকা উপজেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক, অধ্যাপক তারিকুল ইসলাম খান বলেন, আমরা লক্ষ করেছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ ও দলের প্রতিটি সীদ্ধান্ত বাস্তবায়নে এ.বি.এম আফরোজ খান আরিফ সব সময় ছিলেন অবিচল। বিগত প্রতিটি নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে তাঁর ভূমিকা ছিলো অত্যন্ত বলিষ্ঠ ও আপোষহীন। আমরা মনে করি এ.বি.এম আফরোজ খান আরিফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে, আওয়ামীলীগের তৃণমুল নেতা-কর্মীরা মূল্যায়িত হবেন এবং আওয়ামীলীগ আরো বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে চলমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও সামনে জামাত-বিএনপির আন্দোলনের নামে জ্বালাও পুড়াও রাজপথে মোকাবেলা করবার জন্য এ.বি.এম আফরোজ খান আরিফকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে প্রয়োজন। এ.বি.এম আফরোজ খান আরিফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে সারা জীবন রাজনীতি করেছি, কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাইনি, আদর্শ চ্যুত হইনি। ১৯৯৬ সন থেকে সবকটি নির্বাচনে নৌকার বিজয় অর্জন এবং বিগত দিনে বিএনপি-জামাত জোটের সরকার বিরোধী আন্দোলনের নামে নৈরাজ্য, জ্বালাও, পুড়াও মোকাবেলায় দলের পাশে থেকে, দলের প্রতিটি সীদ্ধান্ত বাস্তবায়নে সব সময় সন্মুখ ভাগে ছিলাম, আছি এবং বভিষ্যতেও থাকবো ইনশাল্লাহ্। আমার বিশ্বাস, আমার নেত্রী জাতির পিতার কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বাঙ্গালী জাতির আস্থার ঠিকানা, মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন।