আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র্যালী ও আলোচনা সভা
- আপলোড সময়: ১১:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- / ২৩৪ বার পড়া হয়েছে
ত্রিশাল থেকে মোহাম্মদ সেলিমঃ- ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সরকারী নজরুল একাডেমি মিলনায়তনে ত্রিশাল উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।উপজেলা প্রতিবন্ধী উন্নয়ণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় নজরুল একাডেমি মাঠ থেকে শুরু করে থেকে র্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে নজরুল একাডেমির প্রদান ফটকের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপস্থিত সকল প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরন করা হয়।