ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওপেন হাউস ডে পালিত

- আপলোড সময়: ০১:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
- / ২৭১ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজঃ- ময়মনসিংহের ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ডিসেম্বর) সকালে ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপজেলার হবিরবাড়ীর ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেডে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন, কোম্পানির সিনিয়র অফিসার জায়ন্তা ইপিটাওয়াল সিও আসাদ, প্রডাকশন ডিরেক্টর সি. অরুনা, ডেপুটি ডিরেক্টর সি. জাকারিয়া সোহেল।
পুলিশ পরিদর্শক মো: তাজুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির এজিএম মোহাম্মদ নাঈম আহম্মেদ। মো: আশরাফুল আলম সুমনের কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে কারখানার প্রতি শ্রমিক মালিকের ভালবাসাসহ সচেতনতামূলক নানা পরামর্শ, এবং যেকোনো সমস্যা হলে পুলিশ কে অবহিত করতে পরামর্শ দেন বক্তারা।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান, ব্যবস্থাপক এডমিন মোহাম্মদ কাইয়ুম প্রমুখ।