ত্রিশাল থেকে-মোহাম্মদ সেলিম:-ময়মনসিংহ ত্রিশালে পৌরসভার ৩নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে ফাইবা নামক ৩ বছর বয়সি এক ফুটফুটে শিশুর মৃত্যু হয়েছে।সোমবার বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডে বিএসসি বাড়িত পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাইবা স্থানীয় ব্যবসায়ি মুঞ্জু মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল তিনটার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পিছনে থাকা পুকুরে পাড়ে যায় দুই শিশু ফাইবা ও রাফি ।
এ সময় ফাইবা ও রাফি দুই শিশু পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাদেরকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ফাইবা ও রাফিকে ভাসতে দেখেন পাশের বাড়ির নজরুল ইসলাম। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।মেডিক্যালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফাইবাকে মৃত ঘোষণা করেন। তবে ভাগ্যক্রমে রাফির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বজনরা।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.