বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ পূর্বাহ্ন

ভালুকায় বনভূমি উচ্ছেদ অভিযানে বাধা থানায় অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৪.৩৬ এএম
  • ১৫১ বার পাঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধিনে হবিরবাড়ী মৌজার ৭৭৮ দাগে কড়ইতলী এলাকায় গত (১৬ নভেম্বর) বুধবার সকালে স্থানীয় বনবিভাগ ওই এলাকায় উচ্ছেদ অভিযানে গেলে স্থানীয় জবরদখল কারীরা সরকারি কাজে বাধা প্রদান সহ বনকর্মকর্তাদের উপর হামলা চালায়।ওই বিষয়ে হবিরবাড়ী বিট অফিসার মোঃ আবু হাসেম চৌধুরী বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ ও বনবিভাগ সূত্রে জানাযায় হবিরবাড়ী মৌজার ৭৭৮ দাগে ২০২১-২২ অর্থবছরের সৃজিত বাগানে জনৈক শহিদুল ইসলামের স্ত্রী রুমা আক্তার বনভূমি জবরদখল করে ঘর নির্মানের সংবাদ পেয়ে স্থানীয় বনবিভাগ ঘটনার দিন সকালে উচ্ছেদ অভিযান করতে গেলে ওইখানে পূর্ব পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা জবরদখল কারী মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ গাজী মিয়া (৫০) মৃত করিম শেখের ছেলে মোঃ জজ মিয়া (৪৫), শহিদুল ইসলাম (৩৫), রাজ্জাক (৪৫) এর নেতৃত্বে শতাধীক লোক দেশীয় অস্ত্র সস্ত্র সহ বনবিভাগের কর্মকর্তকদের উপর হামলা চালায় এতে বনবিভাগের বনপ্রহরীসহ ৬জন গুরুতর আহত হয়, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।হবিরবাড়ী বিট অফিসার মোঃ আবু হাসেম চৌধুরী বলেন উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী আমি ও আমার ষ্টাফ সহ উচ্ছেদ অভিযানে গেলে স্থানীয় জবরদখল কারীরা সরকারি কাজে বাধা প্রদান করে ও আমাদের উপর হামলা চালায় এতে আমাদের ছয়জন স্টাফ আহত হয়েছে, আমারা হামলা কারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, বন বিভাগ থেকে অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে পরে বিস্তারিত বলা যাবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs