সংবাদ শিরোনাম :
নিঝুম দ্বীপে বিষ পানে বৃদ্ধের আত্মহত্যা
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১০:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ২৪১ বার পড়া হয়েছে
জিএম ইব্রাহীম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ধান খেতে পোকা দমনের কীটনাশক পান করে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মো.কামাল উদ্দিন (৬৫) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে মৃত সেরাজুল হকের ছেলে।
বুধবার সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল মঙ্গলবার ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ কামাল দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। পেটের ব্যাথা আর সহ্য না করতে পেরে অবশেষে পরিবারের সদস্যদের অজান্তে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার নিজের ঘরে ধান খেতে পোকা দমনের কীটনাশক পান করেন। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। এ বিষয়ে হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস মুক্তকণ্ঠ কে বলেন নিহতের ছেলে জামাল উদ্দিন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন না থাকায় মৃত দেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে
ট্যাগস :