ভালুকায় বাসচাপায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিহত
- আপলোড সময়: ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ২০১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহি বাসচাপায় সাকিব হাসান প্রিয়াস (২২) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৪নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঁঠালী ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর অফিসের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা পৌরসভার ৯নং কাঁঠালী নাইয়েবের বাজার এলাকার ব্যবসায়ী সুরুজ মিয়ার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাকিব হাসান প্রিয়াস মোটরসাইকেল যোগে সিডষ্টোর বাজার থেকে বাড়িতে আসছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঁঠালী ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর অফিসের সামনে ইউটার্ণ করার সময় ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের যাত্রীবাহি বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৭১৭৪) চালক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুত্বর আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয়াস সম্প্রতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে উপজেলা কৃষি অফিসে ইর্ন্টানী করার পাশাপাশি চাকুরীর জন্য চেষ্টা করে আসছিলেন। হাইওয়ে পুলিশ ঘাতক বাসচালক নেত্রকোনা সদর উপজেলার সুলেমান বেগের ছেলে রাজন মিয়াকে (৩২) গ্রেফতার ও বাসটিকে জব্দ করেছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের যাত্রীবাহি বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। চালককে গ্রেফতার ও গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।