শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মোমেনীয়া মাদ্রাসা সংলগ্ন হাফেজ ওমর ফারুকের মালিকানাধীন বাসা সুমি বেগম (৩৮) নামে ভাড়াটিয়া এক প্রবাসির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন।
নিহত সুমি বেগম উপজেলার কালিকাবাড়ি গ্রামের সৌদি প্রবাসী মোশারফ হোসেন হাওলাদারের স্ত্রী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিঃসন্তানী সুমি বেগম গত ৪ বছর ধরে মোমেনিয়া মাদ্রাসা সংলগ্ন ওমর ফারুকের মালিকানাধীন বাসায় ভাড়াটিয়া হিসেবে একা বসবাস করত। বৃহস্পতিবার সকালে বসত ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করে। কিন্তু ভিতর থেকে সুমির কোন সাড়া শব্দ না পাওয়ায় এলাকার লোকজন থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে বসত ঘরের ছাউনীর টিন খুলে ভিতরে প্রবেশ করে। এসময় পুলিশ সুমিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখতে পান। পরে পুলিশ নিহত সুমির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.