বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৬ পূর্বাহ্ন

হাতিয়া ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৬.৩৩ পিএম
  • ১৪২ বার পাঠিত

জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ- নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া বুড়িরচর ইউনিয়নে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুড়িচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কালিরচর গ্রামের তাল পাতা বাজার থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন উপজেলার বুড়িচর ইউনিয়নের কালিরচর গ্রামের সাইদুল হকের ছেলে মোহাম্মদ সাহারাজ, একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান। বুড়িরচর ফাঁড়ি থানা ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার কালিরচর তালপাতা বাজারে এসআই মিজানের একটি টিম অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় তালপাতা বাজার থেকে আটককৃত ২ মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে পরে শরীরে তল্লাশি চালিয়ে ৮৫  পিস ইয়াবা জব্দ করা হয়।
হাতিয়া থানা ওসি মোহাম্মদ আমির হোসেন, বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে তাদের দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। হাতিয়া থানা মামলা নং ০৭। তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs