শাহিদুজ্জামান সবুজ,ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:- ভয়াবহ আগুনে পুড়ে গেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ডুবালিয়াপড়া এলাকার একটি মনিহারি গুডাউন সহ বাসাবাড়ীর ৫টি বসত ঘর। এর মধ্যে মনিহারী গুডাউনের প্রায় পুরোটাই পুড়ে গেছে। তবে প্রাথমিক ভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সকালে আল-আমীনের বাসায় রান্না করার সময় অসাবধানতা বসত গ্যাসসিলিন্ডারে আগুনের সূত্রপাত হয়ে বাসাবাড়িসহ মনিহারি গুডাউনে আগুন ছড়িয়ে পরে। স্থানীরা ফায়ার সার্ভিসে খবর দিলে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্ট্রেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্র্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে একটি মনিহারী গুডাউনসহ ৫টি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে, প্রাথমকি ভাবে ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।