ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে শনিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা জাতীয় পার্টি অফিসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ভালুকা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ হাফিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব, মুক্তাগাছার সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহম্মেদ মুক্তি, বিশেষ অতিথি হিসেবে ঊক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান আরজু, মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, মুক্তাগাছা পৌর কাউন্সিলর আবুল কালাম মির্জা, জেলা শ্রমিকপার্টি যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ আব্দুল কাদের সরকার, উপজেলা জাতীয় পর্টির যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ মাস্টার, মোঃ আব্দুল মান্নান নূরী, নূর মোহাম্মদ গোলাপ, এবি সিদ্দিক, রফিকুল ইসলাম পাঠান, কামাল হোসেন মেম্বার, ভালুকা উপজেলা জাতীয় যুবসংহতীর আহবায়ক মোঃ জয়নাল আবেদিন, শ্রমিক পাটির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান প্রমূখ।