ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় সোহাগ মিয়া (২৪) নামে এক বাইক চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮নভেম্বর) দিবাগত রাত ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজার এলাকায়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরপিতলাগঞ্জ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সোহাগ মিয়া বাইক নিয়ে ভালুকা থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের হাজির বাজার এলাকায় দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৯৬৩২) বাইকটিকে পিছন দিক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই চালক সোহাগ মিয়া মারা যান।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম জানান, দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সোহাগ মিয়া নামে এক যুবক নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে বিনা ময়না তদন্তে দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।